২০ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে। পরে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগরে বাংলাদেশ সেনাবাহিনী (চুয়াডাঙ্গা ক্যাম্প) এবং জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মনোহরপুর ইউনিয়নের কালা এবং মাধবখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে ২৩ বোতল ফেনসিডিলসহ মনোহরপুর ইউনিয়নের কালা মাঝপাড়া গ্রামের মৃত নূর বক্সের ছেলে মনিরুল ইসলাম দুধ বারি (৪৫) এবং একই ইউনিয়নের মাধবখালী গ্রামের সাত্তার খানের ছেলে শাহজাহান আলী খান (৪২) গ্রেফতার করে। সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।