২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সুপিয়া খাতুন ও সাধারন সম্পাদক পদে নারগিস আক্তার এবং সাংগঠনিক সম্পাদক পদে সুপিয়া বেগম রঙ্গিলা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার সিপাইপাড়ার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাবান্ধা ইউনিয়ন মহিলাদলের আহবায়ক সুপিয়া বেগম। উপজেলা মহিলা দলের নেত্রী হাসনা হেনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাবের পারভেজ প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে সকলের উপস্থিতিতে সুপিয়া খাতুনকে সভাপতি ও নারগিস আক্তারকে সাধারন সম্পাদক এবং সুপিয়া বেগম রঙ্গিলাকে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।