২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে চাঁদা দাবির অভিযোগ উঠেছে রেজাউল হাওলাদার নামে এক ছাত্রদল নেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ সময় অফিস কার্যালয় ভাঙচুর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
শনিবার (২৪ মে) দুপুর ২টায় ওয়ান স্টার ইটর বাটার অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই দিনেই বাকেরগঞ্জ থানায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- রেজাউল হাওলাদার কলসকাঠী ইউনিয়ন ছাত্রদলের ১নং জয়েন সেক্রেটারি। তিনি দিয়াতলি গ্রামের আলতাফ হোসেনের ছেলে, শাহরিয়ার তিনি একই গ্রামের টিপু হাওলাদারের ছেলে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা রেজাউল হাওলাদার ও তার সঙ্গীরা ওয়ান স্টার ব্রিকস এর স্বত্বাধিকারী লতিফ মীরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে তাদের ইট জব্দ করবে ও তাকে তুলে নিবে বলে হুমকি দেয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকি দেন ও অফিস কার্যালয়ে ভাঙচুর চালায় এবং লতিফ মীরের কাছে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন আসার আগেই ছাত্রদল নেতা রেজাউল হাওলাদার ও তার সঙ্গীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী লতিফ মীর বলেন, আমি প্রতি শনিবার ইট বাটায় কাজ করা লেবারদের বিল দেই। হঠাৎ ছাত্রদলের রেজাউলসহ কয়েকজন আমার অফিসে এসে সিসি ক্যামেরা উল্টে দিয়ে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিতে চাইলে আমাকে হুমকি দিয়ে অফিস কার্যালয় ভাঙচুর করে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি জানানোর পর বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
জানতে চাইলে কলসকাঠী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি হৃদয় হাওলাদারের বলেন, চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই তবে যদি এই ধরনের কাজ যদি হয়ে থাকে ও আমার সংগঠনের কেউ যদি এই কাজ করে তার কঠোর বিচার হোক এটা আমি চাই। এই ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলার নেতাদের জানাবো। কারণ আমরা চাই না কারো জন্য দলের সুনাম নষ্ট হোক।