২১ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মানবতা ও দ্রোহের অসামান্য ও বহুমুখী প্রতিভার অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সকাল ৯ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আটচালা ঘরের পাশে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা,দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র প্রমুখ।