২০ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
বাগেরহাট শহরে মাদকবিরোধী মানববন্ধন: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের

বাগেরহাট শহরে মাদকবিরোধী মানববন্ধন: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :
বাগেরহাটের পৌরসভার অভ্যন্তরে মাদক ব্যবসা ও মাদক সেবীদের পদচারণা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভার হাড়িখালি, হরিণখানা ও মুনিগঞ্জ এলাকার বাসিন্দারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ইব্রাহিম হোসেন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ক্বারী মাহবুবুর রহমান, নুরুল ইসলাম মিল্টন প্রমুখ। মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহন করেন।বক্তারা বলেন, মাদকে ছেয়ে গেছে পুরো বাগেরহাট পৌরসভা। পৌরসভার ১নং ওয়ার্ডের কাঠের-পুল, মুনিগঞ্জ ব্রীজ সংলগ্ন লিটুর মীল, উত্তর হাড়িখালী স্কুল রোড, হাড়িখালী পূর্বপাড়া দাখিল মাদ্রাসা সংলগ্ন, বটতলার মৃতঃ সামসুল আলম তালুকদারের বাড়ীর পশ্চিম পার্শ্বে রাস্তা, মৃতঃ আবু হানিফের বাড়ীর গলির রাস্তা, মহিলা কলেজ রোড, মুনিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের আশে-পাশে, সম্মিলনী স্কুল মোড় ও সরুই মাদ্রাসা রোড, হরিণখানা পি.সি কলেজ পাঁচরাস্তার মোড়, নাগেরবাজার, কৃষ্ণনগর রেললাইন মোড়, একতারখা দিঘির পাড়, পৌরপার্ক সহ বিভিন্ন জায়গায় এবং কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা আশ্রায়ন প্রকল্প, ঘাটগুম্বজ ষ্টেশন, গোটাপাড়া ক্লাব মোড়, কান্দাপাড়া বাজার, সুইস গেট সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় করছে। অনেক সময় প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা যায়। মাদকসেবীরা অনেকের উপর হামলা করেছে। বারবার পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও লাভ হয়নি। আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি একটাই, মাদকমুক্ত শহর দেখতে চাই।

বক্তারা আরও বলেন, মাদক সেবীরা মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরি, ছিনতাই, পিতা-মাতা ও আত্মত্মীয়-স্বজনের নিকট থেকে মাদকের অর্থ নেওয়ার জন্য তাদের সাথে দুর্ব্যবহার, ঘরের মালামাল ভাংচুর, লুটপাট করে অসামাজিক পরিবেশ সৃষ্টি সহ সমাজের শান্তি-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটিয়ে অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি করেছে। এই সকল চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দেশের টেকনাফ, চট্টগ্রাম, বেনাপোল থেকে মাদক এনে জেলার বিভিন্ন প্রান্তে পৌছে দেয়। যাদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকের মামলা রয়েছে। অতিদ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ বলেন, হাড়িখালী, মুনিগঞ্জ, নাগেরবাজারসহ বেশকিছু এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের তথ্য রয়েছে। স্বল্প সময়ের মধ্যে চিহ্নিত স্থানগুলোতে অভিযান চালানো হবে। অল্প সময়ের মধ্যেই শহরে মাদকের প্রভাব বন্ধ করা সম্ভব হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019