২১ নভেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় রেল লাইনের উপর ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেনের ধাক্কায় আমবাগানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলগেটের অদূরে রেললাইনের পাশে পৌর এলাকার বাগানপাড়ার মৃত. আলী হোসেনের ছেলে ট্রাক চালক আঃ মোমিন(৫০)’র মরদেহ দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেয়।পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।পরিবারের সদস্যরা জানায়, অসুস্থজনিত কারণে চালকের পেশা ছেড়ে মোমিন আমবাগান পাহারার কাজ করতো। আম বাগানটি রেললাইনের সাথে ছিল। বাগানের মধ্যে অতিরিক্ত গরমের জন্য প্রায় রেললাইনের সাথে কাঠের উপর বসে সময় কাটাতেন। ভোরে রেললাইনের কাঠের উপর বসা অবস্থায় ঘুম চলে আসে৷ এ সময় ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ট্রেনের ধাক্কায় কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায় বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।