২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে ১ দালালকে আটক করে সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা মোঃ তাওহিদুল ইসলাম পিতা মৃত মোঃ জয়নাল আবেদীন কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভূমি সেবাগ্রহীতাদের হয়রানিপূর্বক সরকারি কাজে বাঁধা প্রদান করায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বাবুগঞ্জ ভূমি অফিসের বাহিরে একজন দালাল সেবাগ্রহীতার সঙ্গে বিপুল অর্থের চুক্তিতে মিউটেশান ( নামজারি) সম্পন্ন করার লক্ষ্যে এক ব্যাক্তির থেকে ৩৫০০০/- টাকা দাবি করে এবং অগ্রীম ১৫০০০/- টাকা গ্রহণ করে যেখানে সরকারি ফি ১১৭০/- টাকা। তাকে হাতেনাতে ধরা হয় এবং দালালি ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহমেদ ।
#