২১ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
সুন্দরবনের বার্ষিক আর্থিক অবদান সাড়ে ৫ হাজার কোটি টাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরিপ

সুন্দরবনের বার্ষিক আর্থিক অবদান সাড়ে ৫ হাজার কোটি টাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরিপ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের আর্থিক অবদান প্রতিবছর প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা—এমন তথ্য উঠে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইএফইএস) পরিচালিত এক গবেষণায়।

জরিপ অনুযায়ী, মূলত পর্যটন, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং জীববৈচিত্র্য নির্ভরশীলতা—এই তিনটি খাত থেকেই আসে সুন্দরবনের প্রধান আর্থিক মূল্য।

তবে গবেষকরা বলেন, পরিবেশগত দিক থেকে সুন্দরবনের প্রকৃত মূল্য অর্থের হিসেবে নির্ধারণ করা প্রায় অসম্ভব।
তিন খাতের আর্থিক অবদান:

সাইক্লোন প্রতিরোধ ও সুরক্ষায়: ৩৮৮১ কোটি টাকা

পর্যটন খাত থেকে আয়: ৪১৪ কোটি টাকা

জীববৈচিত্র্য ও স্থানীয় নির্ভরতা: ১১৬১ কোটি টাকা

জরিপটি পরিচালনায় সহযোগিতা করেছে উইনরক ইন্টারন্যাশনাল, ইউএসএইড ও জন ডি. রকফেলার ফাউন্ডেশন। ২০১৫-১৬ সালের মধ্যে গবেষণাটি পরিচালনা করেন ড. এ এইচ এম রায়হান সরকার, অর্থনীতিবিদ এম. নূরনবী ও জিআইএস বিশ্লেষক এমরান হাসান।
সুন্দরবন: একটি জীবন্ত প্রাকৃতিক দেয়াল

গত এক শতকে বঙ্গোপসাগরে ৫০৮টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার মধ্যে অন্তত ১৭% সরাসরি বাংলাদেশে আঘাত হানে। ২০০৭ সালের সিডর ও ২০০৯ সালের আইলা-এর মত বিধ্বংসী ঝড়ের তাণ্ডব ঠেকাতে সুন্দরবনের গাছগাছালি দুর্দান্ত ভূমিকা রাখে।

জরিপ অনুযায়ী, সুন্দরবনের সবুজ বেষ্টনী ঘূর্ণিঝড়ের বাতাস কয়েকশ মিটার ওপরে ঠেলে দিয়ে বিপদ কমায়, ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় ঘরবাড়ি, ফসল ও সম্পদ রক্ষা পায়।
পর্যটনের আকর্ষণ ও আয়

জীববৈচিত্র্য ও সংস্কৃতির টানে প্রতিবছর বহু দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন পরিদর্শনে আসেন। রাসমেলা ও বনবিবি মেলা সুন্দরবনের বড় দুই পর্যটন উৎসব।

জরিপে দেখা গেছে, ৮১% পর্যটক প্রথমবার সুন্দরবনে আসেন, এবং তাদের মধ্যে ৯০% আসেন প্যাকেজ ট্যুরে। গড়ে একজন পর্যটকের কাছ থেকে আয় হয় ৬৫ হাজার ৭৪৬ টাকা।

তবে ৮২% পর্যটক সুন্দরবনের পর্যটন সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জরিপে পর্যটন ব্যবস্থার উন্নয়নে ইকো-ট্যুরিজম ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।
সুন্দরবনের ওপর জীবিকা নির্ভরতা

খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্য অনুযায়ী, সুন্দরবনের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ।

সুন্দরবন থেকে স্থানীয়রা সংগ্রহ করেন মধু, মোম, কাঁকড়া, গোলপাতা, মাছ, চিংড়ি ও ওষধি গাছ। যদিও জ্বালানি কাঠ ও চিংড়ি রেণু সংগ্রহ নিষিদ্ধ, তবু অনেকেই তা মানেন না।
বন বিভাগের উদ্যোগ

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ. জেড. এ. হাসানুর রহমান জানান, সরকার সুন্দরবনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, “সুন্দরবনের সংরক্ষণে উপকূলীয় জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করা হচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছেন— কীভাবে সুন্দরবনের প্রাণী ও সম্পদ রক্ষা করা যায়।”
সুপারিশসমূহ:

সুন্দরবনের প্রবেশ ফি বৃদ্ধি

ম্যানগ্রোভ বন সম্প্রসারণ

বনভিত্তিক অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর আইন প্রয়োগ

বনভূমিতে অবকাঠামো নির্মাণে নিষেধাজ্ঞা

ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ

ড. রায়হান সরকার বলেন, “সুন্দরবনের প্রকৃত মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। জরিপে শুধু সীমিত অংশই ধরা হয়েছে।”
অর্থনীতিবিদ নূরনবী বলেন, “এই গবেষণা নীতিনির্ধারকদের সুন্দরবন সংরক্ষণের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019