২০ নভেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে র্যানকন এগ্রো মেশিনারিজ লিমিটেড এর মাহিন্দ্রা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ মে) দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সারাদিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাহিন্দ্রা ট্রাক্টরের রংপুর বিভাগের জোনাল ম্যানেজার মোঃ মাহফুজার রহমান,রিজিওনাল ম্যানেজার গৌতম কুমার বর্মন, সিনিয়র সেলস অফিসার মমতাজুল হক, মাহিন্দ্রা ট্রাক্টরের ডিলার মোঃ বাবলু মিয়া,হেট অফ সার্ভিস কাজী ইমরান, সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ শেখ প্রমুখ, সহ মাহিন্দ্রা কোম্পানির অন্যান্য সহকর্মী বৃন্দ।
ফ্রি সার্ভিস ক্যাম্পে ট্রাক্টরের পার্টস এবং মোবিলের উপর বিশেষ ডিসকাউন্ট অফার ও দিনব্যাপী সার্ভিস ক্যাম্পেইনে মাহিন্দ্রা ট্রাক্টর ডেলিভারি এবং বুকিংয়ে বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়।