২১ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় দিনব্যাপী জেলা জামায়াতের রুকনদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জেলার শাখার আয়োজনে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অডিটোরিয়ামে এ শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মোঃ রুহুল আমিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস।রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম বলেন, তিনটি বিষয় নিয়ে আগামীতে এগুতে চায় জামায়াত। ফ্যাসিস্টদের বিচার, সংস্কার ও নির্বাচন। পলাতক শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট আওয়ামীলীগের আগে বিচার করতে হবে। এরপর সকল সেক্টরে সংস্কার করে একটি গ্রহনযোগ্য নির্বাচন দিতে হবে।তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় এসে দূর্নীতি ও বৈষমমুক্ত একটি কল্যানমুখী বাংলাদেশ গড়তে চায়। এসময়
জেলার ৬’শ রুকন অংশ নেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের।
শিক্ষা শিবিরে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান।