২১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার একটি বাসা বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ পিস নকল আকিজ বিড়ি জব্দ করা করেছে।
মঙ্গলবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা জেলা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্যরা গোপন তথ্যে জানতে পারে শহরের জোয়ার্দ্দার পাড়ার সাব্বির আলীর বাড়িতে বিপুল পরিমান নকল বিড়ি মজুত আছে।তাদের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থানা পুলিশ সাব্বিরের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ পিস আকিজ ব্যান্ডের বিড়ি জব্দ করে।বিড়িগুলো আকিজ ব্র্যান্ডের হুবহু নকল।এসময় বাড়ির মালিক কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় বাড়ি মালিক সাব্বিরকে পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নকল বিড়ির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।