২১ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্বকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে ভুট্টা ক্ষেতের মধ্য থেকে বৃহস্পতিবার ১ মে ১৪ টি গাজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
এ ঘটনায় গাজাগাছ রোপণ করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো ফুলহরি গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে মোঃ জুয়েল ও সবুজ মোল্লার ছেলে হৃদয় মোল্লা।
জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি) ওসি মোঃ সেলিম উদ্দিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাজা গাছ রোপন করে পরিচর্যা করে আসছেন দুই যুবক।সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ টি গাজা গাছ সহ দুই গাজা চাষীকে আটক করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যহত থাকবে।