২১ নভেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান।

ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেইনের সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল বিভাগের দরিদ্রতা দূরীকরণ ও অবকাঠামোগত উন্নয়নের দাবীতে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এবি পার্টির স্মারকলিপি প্রদান।

২৮ এপ্রিল সোমবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ‍্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে বরিশাল বিভাগের অবকাঠামোগত উন্নয়নের জন‍্য এবি পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ।

এসময় তিনি উপদেষ্টাদের কাছে বরিশাল বিভাগের সমস্যা তুলে ধরে বলেন, বরিশাল বিভাগের অবকাঠামো উন্নয়নের ঘাটতি পূরনে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত ছয়/আট লেইনের সড়ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে বরাদ্দের ব্যবস্থা করা সহ বরিশাল শহর ও বাবুগঞ্জ উপজেলার সাথে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জকে যুক্ত করতে মীরগঞ্জে আড়িয়াল খাঁ/সুগন্ধা নদীর ওপর একটি সেতু অবিলম্বে নির্মানের উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন।

পাশাপাশি তিনি উপদেষ্টাদের কাছে স্থানীয় জনগনকে চাঁদাবাজির হয়রানী থেকে মুক্ত রাখতে ফেরীঘাট যেন ইজারা না দেয়া হয় এবং ঘাটের রক্ষণাবেক্ষণ যেন সুলভমূল‍্যে পেশাদারিত্বের ভিত্তিতে করা হয় সেই বিষয়ে লিখিত দাবীও উপস্থাপন করেন।

এছাড়াও মীরগঞ্জ সেতু হবার পরে মীরগঞ্জের ফেরী সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে দিতে পারলে লক্ষ লক্ষ নাগরিকদের জীবনমান বদলে যাবে বলে উল্লেখ করেন তিনি। বিভাগের সড়ক/মহাসড়কের রাস্তা মেরামতের উদ্যোগ নেবার দাবীও তোলা হয় স্মারকলিপিতে।

গ্রামীন জনপদের রাস্তাগুলো যুগ যুগ ধরে ভঙ্গুর অবস্থায় আছে যা নতুন করে বানানো বা মেরামতের উদ্যোগসহ
বরিশালের বিভাগীয় অর্থনীতির উন্নয়নে পর্যটন ও মৎস শিল্প গড়ে তোলা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল তৈরী, বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরী, অনাদায়ী কৃষি ঋণ মওকুফ করবারও দাবী তোলা হয় দাবীনামাতে।

আলোচনা শেষে উপদেষ্টা মহোদয়গন দরিদ্রতম বিভাগ হিসেবে বরিশালের সমস্যা সমাধানের জন্য এবি পার্টির দাবীকৃত যৌক্তিক প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সাধ্যমত বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) গাজী নাসের, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019