২১ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ হাতে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেন্সিডিলসহ ১ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
রবিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার মাদকের হাট খ্যাত মোহাম্মদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মোহাম্মদপুর চাতাল মোড় হতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বেজারা ভাটরা গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করে। পরে তার হেফাজতে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ২হাজার৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলটে, ১ কেজি ১শ গ্রাম গাঁজা এবং ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।এদিকে মোহাম্মদপুর বেশ কয়েকটি ভাড়া বাড়িতে দিনে রাতে ফেনসিডিল কেনাবেচা চলে বলে এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসী দাবী প্রশাসন শুধু ক্রেতাদের ধরে।স্থানীয় বিক্রেতাদের ধরেনা।ধরলে এলাকায় এসব নেশাদ্রব্য কেনাবেচা বন্ধ হতো।