২১ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পুলিশ সাটারগান ও চাইনিজ কুড়ালসহ ১ জনকে গ্রেফতার করেছে।
রবিবার রাত ১১ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) কাজী শামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ০৩নং কুমারী ইউনিয়নের হাড়গাড়ি বাঁশ বাগানের ভেতর থেকে মধ্য হতে
একই এলাকার রাধিকাগঞ্জ গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ আব্দুল আলীম(৩৫) কে গ্রেফতার করে।
এসময় পুলিশ তার হেফাজতে থাকা ১টি ওয়ান সাটারগান ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা হয়েছে।