২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
সুন্দরবনের উপকূলে খাদ্যের সন্ধানে জনপদে লোকালয়ে কালোমুখো হনুমান

সুন্দরবনের উপকূলে খাদ্যের সন্ধানে জনপদে লোকালয়ে কালোমুখো হনুমান

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বিশ্বের ঐতিহ্যবৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের উপকূলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন থেকে লোকালয়ে ঘুরতে দেখা যাচ্ছে একটি মুখপোড়া হনুমান। হনুমানটিকে যেখানে দেখা যাচ্ছে সেখানেই উৎসুক জনতা ভিড় করছে।

স্থানীয়রা জানান, খাবার দিলে সামনে আসছে হনুমানটি। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে।
মুখপোড়া হনুমানটি যেন শিশু-কিশোরদের খুশি বাড়িয়ে দিয়েছে।

রবিবার১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় দেখা যায়। হনুমানটিকে দেখেতে ছুটে আসেন আগত রোগী ও রোগীর লোকজনসহ সাধারন মানুষ। এ সময় হাসপাতালে আসা লোকজন দোকান থেকে খাবার কিনে খেতে দিলে হনুমানটিকে হাত খাবার তুলে নিয়ে যাচ্ছে। উপস্থিত সকলকে দারুণ আনন্দ উপভোগ করতে দেখা যায়। সেখানে কিছু সময় থাকার পর হনুমানটিকে অন্য দিকে ছুটতে থাকে। তাকে দেখে পিছু নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। আবার কেউ কেউ হনুমানটিকে দেখে বিরক্ত করলে আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাড়ির ছাদে কখনো দোকানের ছাদে উঠে পড়ছে।

কয়েকজন পথচারী জানান, কয়েকদিন থেকে হুনুমানটি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিলুপ্তি প্রায় মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে কলা-রুটি ও বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসছে। আবার খাবার নিয়ে সে উপরে চলে যায়।

স্থানীয়রা জানান, এই হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে উঠে আসতে পারে। হনুমানটিকে কেউ বিরক্ত না করার জন্য সকলকে আহ্বান জানান।#**

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019