২১ নভেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ লিটার বাংলা মদসহ ২ জন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ) মোঃ হাসান মুন্সী, এসআই (নিঃ) তুহিন মিয়া, এএসআই(নিঃ) রনজু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার শয়ন বিলাশ হোটেলের পাশ হতে পাশ্ববর্তী এলাকা দৌলতদিয়া পাড়ার শুকুর আলীর ছেলে মোঃ চান্দু মন্ডল (৫৫) ও বখতিয়ার হোসেনের ছেলে মোঃ একরামুল হোসেন জোয়ার্দ্দার (৩৫) কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১শ২০ লিটার বাংলা মদ জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে।