২১ নভেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি সদরের ৯ন ং শেখের হাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলামের বিরুদ্ধে বুধবার ৯ এপ্রিল দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শেখের হাট ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শেখের হাট ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম,ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পান্নু ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করবেন শেখের হাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ খান।
মানববন্ধনের বক্তারা বলেন ৫ ই আগস্ট পরবর্তী শেখের হাট ইউনিয়নের সভাপতি ব্যাপক দুর্নীতি চাঁদাবাজি করেছেন এবং আওয়ামী লীগকে পূর্ণবাসনের ব্যবস্থা করেছেন। আমরা সদর উপজেলা বিএনপির নেতাদের ও জেলা বিএনপির নেতাদের কাছে অভিযোগ দিয়েছি তারা কোন ব্যবস্থা নেই নি।
তাই বাধ্য হয়ে আমরা আজকে মানববন্ধন করেছি।
এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সভাপতি কে অনতিবিলম্বে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি।