২১ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় সীমান্ত মানুষ হত্যা বন্ধ মাদক ও চোরাচালান রোধে এলাকায় বসবাস কারী জনসাধারণের জীবনযাত্রা মান উন্নয়ন, অবৈধ কর্মকান্ড ও সীমান্ত অতিক্রম রোধ, আন্ত সীমান্ত অপরাধ দমন এবং আঞ্চলিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা- ৬ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে দর্শনার জয়নগর সীমান্ত বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সীমান্তে মানুষ হত্যা মাদক ও চোরাচালানীদের সহ স্থানীয়দের জীবন মান উন্নয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ভূমিকা, চোরাচালান প্রতিরোধ কর্মকান্ডে সম্মিলিত প্রয়াস, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি করা, সীমান্ত উন্নয়ন ও নিরাপত্তায় সম্মিলিত প্রয়াস, অর্থ সামাজিক উন্নয়নের সম্মিলিত প্রয়াস, সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমাধান ও সম্মিলিত প্রচেষ্টা, কারিগরি ও কর্মমুক্তি প্রশিক্ষণ, কৃষি ও পশু পালন খাতে সহায়তা, নারী উন্নয়ন কর্মসূচি, বেসরকারি সংস্থা ও কর্পোরেটর সংযোগ করে মানুষের জীবনমান উন্নয়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে ।
সভায় বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র,উপজেলা সহকারী কমিশনার (ভু’মি) ও দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের,দর্শনা পৌর বিএনপি’র প্রধান সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান বুলেট, মানবাধিকার সংগঠক লোকোমোর্চার সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল মোঃ আজিজুর রহমান, সাবেক দর্শনা কাউন্সিলর মোঃ শরিফ উদ্দিন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়ক ও সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ,চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেলিম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক মোঃ আজাদ হোসেন, দর্শনা স্থল বন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক ও সাংবাদিক মোঃ রেজাউল করিম লিটন, শ্যামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশ ইমাম শাহ আলম, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ প্রমুখ।