২১ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বর্ণিল সাজে সেজেছিল বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ। দিনভর উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা।

বর্ণিল সাজে সেজেছিল বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ। দিনভর উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা।

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ
৩ এপ্রিল বৃহস্পতিবার এবার সকাল থেকেই প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হতে শুরু করে বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ। বাবুগঞ্জ উপজেলার এস এস সি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এ আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই কেক কাটার মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় স্মরণিকা, টি–শার্ট। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করেছে ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা ব্যাপী এসএসসি ২০০৩ ব্যাচের প্রথম পুনর্মিলনীকে স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজনে সাজানো হয় পুরো বিদ্যালয় মাঠ অনুষ্ঠানে উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা।

এ পুনর্মিলনীকে ঘিরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাখা হয় নানা আয়োজন। পুরনো স্মৃতির কথা মনে করে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের বাল্যবন্ধুদের দীর্ঘদিন পর একত্রে পেয়ে গল্প, হাসি-ঠাট্টা, নাচে গানে মেতে ওঠেন তারা। স্মৃতিচারণা করতে গিয়ে ফিরে যান সেই কৈশোর-তারুণ্যে বিদ্যালয়জীবনে।

এতে অংশ নেন বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ২০০৩ ব্যাচের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থীদের কেউ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বেসরকারি চাকুরিজীবী, প্রবাসী।

এ আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার আল মামুন এর দিক নির্দেশনায় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিক্ষানবিস আইনজীবী মোঃ ইমরান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিলন মেলায় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, সাবেক শিক্ষক মোঃ এনায়েত হোসেন, মোহাম্মদ নুরুল হক, মোঃ আব্দুল হাকিম হাওলাদার উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রিয় অঙ্গনে, প্রাণের বন্ধনে সবাইকে আগলে রাখতে অনুষ্ঠানে প্রথমার্ধে রাখা হয় বন্ধুদের মাঝে স্মৃতিচারণ, পিলো পাঁচিং প্রতিযোগিতা, ফুটবল খেলা, ও লটারির ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়।

বেলা ২:০০ টায় মধ্যাহ্নভোজ শেষে নিজেদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
পরে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত ২০০৩ ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের মাঝে ফ্রেন্ডস ০৩ এর ব্যানারে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠান জুড়ে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে চা, কফি, ফুচকা জিলাপির স্টল থেকে ফ্রি খাবার সরবরাহ করা হয়।

সর্বশেষ বরিশাল থেকে আগত জনপ্রিয় শিল্পীগোষ্ঠীর পরিবেশিত গানের আয়োজনে রাত এগারোটা পর্যন্ত মাতিয়ে রাখেন শিক্ষার্থীদের।

“আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো” এ বাণীর মধ্য দিয়ে দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলার এসএসসি ২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ এর শেষ ঘন্টা বাজে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019