২১ নভেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার আজকের টাইম নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়া সাকিনের ছাত্তার আকবর এর বাড়ীর উত্তর পাশে নাল জমি (বেগুন) ক্ষেতে।
বৃহস্পতিবার ২৭শে মার্চ ২০২৫খ্রি. তারিখ ১১. ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃনুরুন্নবী এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়া সাকিনের ছাত্তার আকবর এর বাড়ীর উত্তর পাশে নাল জমি (বেগুন) ক্ষেতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী-(১) জহির (২৩), পিতা-মৃত হাশিম, সাং-মহেষপুর (দক্ষিণ পাড়া), (২) মিন্টু আকবর (৩২), পিতা- ছাত্তার আকবর, সাং-পশ্চিম কালাছড়া, উভয় ইউপি-বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয় মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে উক্ত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ বিজয়নগর থানা মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান,থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে । আইনশৃঙ্খলা উন্নয়নে ও মাদক বিরোধী অভিযানে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।