২১ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল) বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় উপজেলার মাঠে গার্ড অফ অনার কুচকাওয়াজ এর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
২৬শে মার্চ (বুধবার) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা পরিষদের স্মৃতিসৌদে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা কমান্ড, প্রেসক্লাব বিজয়নগর, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা।বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর সভাপতিত্বে ও ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খানের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দবীর ভুইয়া,মীর মোহাম্মদ আব্দুল মান্নান,ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী, কৃষিবিদ জিয়াউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সুমন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহসিন ভূঁইয়া, সভাপতি ও এডভোকেট ইমাম হোসেন, সাধারণত সম্পাদক উপজেলা বিএনপি ও উপস্থিতিতে ছিলেন, কৃষিবিদ তিলোত্তমা রায় তমা,কৃষি সম্প্রসারণ অফিসার ও মো: জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার,সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুচকাওয়াজ অংশ নেওয়াদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।