২১ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুন্সি আবু সাঈফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, সাবেক মুক্তিযোদ্ধা সহ কমান্ডার আবেছ উদ্দিন, বীর প্রতীক মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার প্রমুখ।