২১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামে এক হাজার ১৫৪ টাকা বেড়েছে। এতে নতুন দাম দাঁড়াবে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে বুধবার (২৬ মার্চ) থেকে।
এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। গত ১৯ মার্চ এই দাম নির্ধারণ করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণে সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠলো।
২৮ ও ২৯ মার্চ সেসব জায়গায় ব্যাংক খোলা থাকবে২৮ ও ২৯ মার্চ সেসব জায়গায় ব্যাংক খোলা থাকবে
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার ৩০৩ টাকা।