২১ নভেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শনিবার ২২শে মার্চ শহরের ফকির বাড়ি এলাকার এছহাকিয়া কমপ্লেক্সে এর ৩য় তলায় পেশাজীবি,ব্যবসায়ী,সাংবাদিক ও সুধিজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব মাওলানা মাইনুল হক ।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল রহমান।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আমরা চাই আর কোন সৈরাচার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ।আমরা চাই ইসলামী হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠিত হউক।
এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হউক।