২১ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন প্রতিক বরাদ্দের পরও রাতে বাংলোয় বসে স্থগিত ঘোষনা,চটলেন, ভোটার ও শ্রমিক নেতারা

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন প্রতিক বরাদ্দের পরও রাতে বাংলোয় বসে স্থগিত ঘোষনা,চটলেন, ভোটার ও শ্রমিক নেতারা

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দর্শনাস্থ কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন৷ আবারও স্থগিত করা হয়েছে। হাই কোর্টে রিট আবেদন, গঠনতন্ত্রজনিত কারণ সহ আইনি জটিলতায় এ নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃস্টি হয়েছে কেরুজ আঙ্গিনায়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া দুটি প্রতিপক্ষ শ্রমিক সংগঠনে তৎক্ষনিক বৈঠকে একে ওপরকে দুষে ঝাড়লেন ক্ষোভ।
আগামী ১৪ মার্চ কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছিলেন প্রচারণায় ব্যস্থ। মাঠ গোছানোর প্রায় শেষ সময় এসেই ভোট বন্ধের ঘোষনায় হতবাক হতে হয়েছে প্রার্থী সমর্থক ও ভোটদের। গতকাল মঙ্গলবার দুপুর দিকে কেরুজ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক তৌফিক হোসেন স্বাক্ষরিত পত্র ই-মেইল যোগে প্রেরণ করা হয়। পত্রে বলা হয়েছে, কোন প্রকার আলোচনা বিহীন এক তরফা নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। ইউনিয়নকে না জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন একজন সদস্য অর্ন্তভূক্তি করা হয়েছে। এ ছাড়া নির্বাচনের তারিখ, সময় ও স্থান চুড়ান্ত ভাবে প্রকাশের পূর্বে এ দপ্তরকে অবহিত করা হয়নি। খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকাও আমাদের দপ্তরে প্রেরণ করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন একজন সদস্যকে অর্ন্তভূক্ত করা হয়েছে কিনা এ বিষয়ে এ দপ্তর অবগত নয়। এ দপ্তরের অজ্ঞাতসারে নির্বাচনের তারিখ, সময়, স্থান নির্ধারণ, খসড়া এবং চুরান্ত ভোটার তালিকা প্রকাশ সহ নির্বাচন কমিটিতে নতুন সদস্য অর্ন্তভূক্ত করা মহামান্য হাইকোর্টের এ সংক্রান্ত নির্দেশনা পরিপন্থি। মহামান্য হাই কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক গৃহিত সিদ্ধান্তে ফলে উদ্বুদ্ধ পরিস্থিতির সৃস্টি হলে সকল দ্বায়ভার তাদেরই বহন করতে হবে। এ ছাড়া বিকেলে কেরুজ চিনিকলের ইক্ষু হিসাব বিভাগের চুক্তি ভিত্তিক শ্রমিক রাশেদুল হক কেরুজ নির্বাচন স্থগিত বিষয়ক ঢাকা হাই কোর্ডের এ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদারের মাধ্যমে রিট আবেদন করেন। দুটি পত্রের ভিত্তিতেই সন্ধ্যায় কেরুজ অতিথি ভবনে প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাচন পরিচালনা কমিটি। এ বৈঠকে মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রিট আমলে নিয়ে, গঠনতন্ত্র বিষয়ক জটিলতা উল্লেখ্য সহ নানা সমস্যার কারণে ১৪ মার্চের নির্বাচন স্থগিত করেন নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আব্দুছ ছাত্তার। এ খবর কেরুজ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃস্টি হয়। সাথে সাথেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে দর্শনা থানা পুলিশ কার্যকরি পদক্ষেপ গ্রহন করে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পরপরই সভাপতি পতপ্রার্থী তৈয়ব আলীর সংগঠন কার্যালয়ে কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মিরা সমবেত হয়। এ সময় বক্তব্যকালে তৈয়ব আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল ইসলাম প্রিন্স, ও সহসাধারণ সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান অভিন্ন ভাষায় বলেন, কেরুজ নির্বাচন বন্ধে শুরু থেকেই একটি চক্র কলকাঠি নাড়ছিলো। ফলে একের পর এক বাধার দেয়াল টপকে যখন ভোট দুদিন পর, ঠিক তখনই তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে বন্ধ করা হলো ১২শ শ্রমিকের অধিকারের এবারের নির্বাচন। তাদের মুখোশ সকলের কাছে উন্মোচন হলো আজ। ভোটারদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ আরো বলেন, হতাশ হওয়ার কিছু নেই। এখনো সময় আছে। আইন মেনেই যথা সময়ে ভোটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এ দিকে পরপরই সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ সবুজ তার সাংগঠনিক কার্যালয়ে নেতাকর্মিদের নিয়ে বৈঠককালে তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা দাবী করে বলেছেন, সবার মত আমিও নির্বাচন চাই। কেন ভোট চাইবোনা। এখনো পর্যন্ত কর্মি-সমর্থকের দিক থেকে আমি অনেক এগিয়ে। নিশ্চিত বিজয় জেনেও ভোট বন্ধের কোন প্রশ্নই উঠেনা। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব স্থগিতাদেশ প্রত্যাহার করে ভোটারদের ভোটাধিকারের সুযোগ তৈরী করার। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন মেনে যা কিছু করার করবো সকলকে সাথে নিয়ে। এ দিকে দুপক্ষের নেতৃবৃন্দই কোন প্রকার উস্কানিমূলক কথাবার্তা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ি ওই দিনই বিকালে নির্বাচনী এলাকা বিবরণ ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ মার্চে ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তিতে আপত্তি ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৯ মার্চে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং ওই দিনই দাখিল করবেন। একই দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ সহ প্রার্থীতা প্রত্যাহারের করার সময় নির্ধারিত ছিলো। ১০ মার্চে প্রকাশ করা হয়েছে চুড়ান্ত প্রার্থী তালিকা। ১৪ মার্চ শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে কেরুজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহনের কথা থাকলে শেষ অবধি স্থগিত করা হলো এবারের নির্বাচন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019