২১ নভেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলার ইটভাটা মালিক ও শ্রমিকরা তাদের দাবী নিয়ে বিক্ষোভ মিছিল,পথসভা ও পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে টায় চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগরও আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী, কেন্দ্রীয় মালিক সমিতি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ মিছিল শেষে নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করে।এসময় পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিয়াস ব্রিকসের মালিক আকুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও খান ব্রিকস এর মালিক আজিম খান, মা-বাবা ব্রিকস এর মালিক শাজাহান আলী,এনবিএম মালিক নেসার উদ্দিন টুটুল প্রমুখ।