২০ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে বোরবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আব্দুল হাকিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস অফিসার মাহাবুবুর আলম, সমাজসেবা অফিসার শাহ মো. আল আমিন, আই সিটি কর্মকর্তা নবীরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, সিনিয়র সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
র্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী বৃন্দ অংশ নেন।