২০ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায়
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তেঁতুলিয়ায র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় উপজেলা পরিষদে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি’র সভাপতিত্বে, এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার শাহা মো. আল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, সমবায় অফিসার মামুন আল কবীর, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা পিয়াস সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যমব্যক্তিগন।