২১ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
(১৯ ফেব্রুয়ারী) দুপুর ২.৩০ আড়াই টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় আসামীর বসত ঘরে গচ্ছিত রাখা ৬০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা এলাকার রাজ খাঁ ছেলে ফারুক মিয়া (৫১)।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, চিহ্নিত মাদক কার বাড়ির, গ্রেপ্তারকিতা আসামীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা প্রক্রিয়া দিন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।