২১ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকঠিতে “পুলিশ জনতা জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে ওপেন ডে হাউজ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর থানার আয়োজনে থানা কম্পাউন্টে এ অনুষ্ঠান হয়। সদর থানা অফিসার্স ইনচার্জে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি থানা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাই। আরও বক্তব্য রাখেন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ওপেন হাউজ ডে’তে মানুষের বিভিন্ন অভিযোগ শুনেন পুলিশ সুপার। তিনি আইন শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দমনে সাধারন মানুষের কাছে তথ্য চেয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সহায়তার আহ্বান জানান ।