২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বানারীপাড়ায় জমির মাটি কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী ছেলে ও বোন আহত

বানারীপাড়ায় জমির মাটি কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী ছেলে ও বোন আহত

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামে কুয়েত প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখলের উদ্দেশ্যে মাটি কেটে নেওয়ায় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও বোনকে মারধর করে মেবাইল ফোন ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে প্রবাসী মশিউর রহমান সোহাগের স্ত্রী আহত ফেরদৌসি লিজা বাদী হয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বানারীপাড়া থানায় চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের মো. মাসুম (২৫),শাহনাজ বেগম (৫৯),আঁখি বেগম(২৫),মনি বেগম(২০) ও মো.ফরিদকে (৬৫) আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে, একই ইউনিয়নের সোনাহার গ্রামের কুয়েত প্রবাসী মশিউর রহমান সোহাগদের পাশর্^বর্তী বলিয়ারকাঠি গ্রামের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে আসামীরা মালিকানা দাবি করে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর ধারবাহিকতায় শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে আসামীরা জবর দখলের উদ্দেশ্যে ওই সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার সময় প্রবাসী সোহাগের স্ত্রী ফেরদৌসি লিজা (৩০) তাতে বাধা দেয়। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে তার গলায় থাকা স্বর্নের চেইন,কানের দুল,নাক ফুল,হাতের আংটি ও এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্ষা করতে তার ননদ নিলুফা বেগম (৪০) ও ছেলে জিহাদ (১১) এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে খুন-জখমের হুমকি দিয়ে আসামীরা চলে যায়। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আসামীরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন। এনিয়ে বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা ও একাধিবার শালিস বৈঠকেও বিষয়টির কোন সুরাহা হয়নি। এ ব্যপারে কুয়েত প্রবাসী মশিউর রহমান সোহাগ বলেন, তাদের ক্রয়কৃত সম্পত্তি এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত শাহনাজ বেগম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। এ বিষয়ে বানারীপাড়া খানার ওসি মো. মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019