২১ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মোঃ মনজুরুল ইসলাম কে সভাপতি মোঃ সাঈদ আহম্মেদ মামুনকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গত ১২ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্বের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও সহ সভাপতি আতাউর রহমান আতার স্বাক্ষরিত এক চিঠিতে অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম বলেন আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কেহ যদি কোন চাঁদাবাজি বা দখলবাজি করে তাদেরকে দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা কমিটির সকলকে নিয়ে আন্দোলন সংগ্রামে সব সময় দলের পাশে থাকব। নতুন দেশ গঠনে দেক্সনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।