২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খান কে হত্যার হুমকি ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন Facebook Id: Rahim Mir এর আসল নাম মোঃ কাইউম, নেছারাবাদ। এই আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং আমাকে হত্যার হুমকি দিয়ে ঝালকাঠি জেলা যুবদলের রাজনিতী থেকে সরে যেতে হুমকি দিয়ে আসছে। আমি অদ্য ১১/০২/২০২৫ইং তারিখ সকালে Rahim Mir আইডি থেকে পোস্ট নজরে আসে। একটি কুচক্রি মহল আমাকে যুবদলের রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি যুব দলের রাজনীতি থেকে সরে না আসলে আমাকে হত্যা করবে ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করে ক্ষতি সাধন করবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন এ বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে।