২১ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।নীলফামারীর ডিমলায় গাছ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে পড়ে সাদেকুল ইসলাম(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত সাদেকুল ইসলাম ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ও গাছ কাটা শ্রমিক।
এলাকাবাসী সুত্রে জানা যায়,ঘটনার সময় একই এলাকার মিলনের বাড়ির পিছনে গাছ কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সাদেকুল।এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় অপমৃত্যু মামলা নম্বর ৫,তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং দায়ের করা হয়েছে।