২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃরুবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়া
আজকের ক্রাইম নিউজ
বিজয়নগর উপজেলা হরষপুর নিদারাবাদ উত্তরপাড়া গ্রামের। বেডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাই সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন নিদারাবাদ গ্রামের সভাপতি হাজী, তৌহিদ মিয়া, প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, সফল মেম্বার, জনাব নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব, বাবুল মিয়া,প্রেসক্লাবের ক্রিড়া বিষয় সম্পাদক সাংবাদিক হুসাইন মোহাম্মদ রুবেল, তরুণ প্রজন্মের খেলার উৎসাহকারী জনাব, মাসুক মিয়া, মৌলানা, আব্দুল আজিজ জহিরুল ইসলাম, এছাড়া ঐ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
তারিখ ৩০/০১/২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাত্র ৯টার অনুষ্ঠিত হয়। খেলায় পরিচালনায় করেন, তানজির, মিনহাজ,আমিনুর ইসলাম, মালেক, নোবুয়াত,জুনাইদ, হ্দয়,
খেলায় অংশগ্রহণ করেন একই গ্রামের দুই দল
জুনাইদ মিয়া, ফাহিম মিয়া,উইনার হন, খেলায় পরাজিত হন, ফারভেস, সোহান,
খেলার শেষে উইনার দের মাঝে পুরস্কার তুলে দেন, জনাব হাজী তৌহিদ মিয়া, নাসির উদ্দিন মেম্বার,।