২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এমদাদুল হক খান। জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে এমদাদুল হক ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল। তিনি ১৯৬ ভোট পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১৫ জন ও জামায়াত সমর্থিত প্রার্থী একজন জয়লাভ করেছেন।

সভাপতি পদে এমদাদুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। মাহাবুব হোসেন শাকিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফলে সমিতির নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান পেয়েছেন ১৩০টি করে ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেলিম মিয়া ২৯ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে শাকিলা পারভীনের ব্যাংকে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মফিজুর রহমান পেয়েছেন ৮৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরি সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান সাগর ৮০ ভোট পেয়েছেন। সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ইকবাল হোসেন ১৬৮ ভোট ও মো. আবু সুফিয়ান ১৪৭ ভোট পেয়েছেন।

সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019