২১ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
চেক প্রতারনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২৭ জানুয়ারি) উপজেলার ভৈরবপাশা বাজার এলাকা তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পটুয়াখালীর একটি চেক প্রতারনা মামলায় আসামী মো. রফিকুল ইসলাম আউয়ালকে ২০২৩ সালে ৫ মাসের কারাদণ্ড ও ২ লাখ চুরাাশি হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। এরপর থেকেই সে পলাতক ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এএসআই কাওসার আহমেদ সিদ্দিকী তাকে ভৈরবপাশা বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। মো. রফিকুল ইসলাম আউয়াল উপজেলার রায়পাশা এলাকার মৃত এলান উদ্দিনের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম জানান, আসামি মো. রফিকুল ইসলাম আউয়ালকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।