২১ নভেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ছাত্রলীগ নেতা রজব সরকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, রজব সরকার দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে ও তার সহযোগী দুর্জয় একই এলাকার মো. ফজলুল হকের ছেলে। রজব সরকার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় গিয়েছিলেন। ভেড়ামারার হাওয়া খালি নামক স্থানে রজব সরকার ও দুর্জয় তাদের ভুয়া পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে বলে এ সময় তারা ব্যবসায়ীদের মারধর করে। একপর্যায়ে স্থানীয়রা ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রেখে পুলিশকে জানালে তারা গিয়ে রজব সরকারের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং দুর্জয়ের কাছ থেকে ১টি বিদেশি চাকুসহ আটক করে।
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : ডা. শফিকুর রহমান
ভুক্তভোগী জহুরুল জানান, উপজেলার হাওয়াখালি নামকস্থানে আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। পরে আমাদের পকেট চেক করতে থাকে। একপর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে যাই।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম কালবেলাকে বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।