২১ নভেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি মধ্য চাদকাঠি বিজয় সড়ক নুতন গোরস্থান এলাকায় শুক্রবার ১৭ই জানুয়ারি সন্ধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম দিন উপলক্ষে গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুনামেন্ট খেলা উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন তুহিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল,
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান খান।
সভাপতিত্বে করেন ইনভিনসিবেল এর সদস্য কামরুল হাসান তিনি বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের আজকের এ খেলার আয়োজন।
খেলা উদ্বোধন করেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন তুহিন ও বিশেষ অতিথি মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ।
মোট ১৬ টি টিম এ খেলায় অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি রবিউল হোসেন তুহিন বলেন ২নং ওয়ার্ডে কোন মাদক সেবী,মাদক ব্যবসায়ী, চাদাঁবাজ,দখল বাজদের স্থান হবে না। তিনি সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন তোমাদের বয়সী যুব সমাজ বর্তমানে মাদকে নিয়ে ব্যস্ত থাকে আর তোমরা খেলাধুলা নিয়ে আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ।আগামীতে আরো ভালো টুনামেন্ট চালু করবে আমরা তোমাদের সাথে আছি।
মহিলা দলের সভাপতি বলেন আজকের এ খেলায় আমরা আনন্দিত যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা মাদক থেকে দুরে থাকবে লেখাপড়ায় মন দিবে।
উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামিম মৃধা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।