২১ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে টাউন ফুটবল মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ২ টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমীর মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা সমাজ চাই যেটা হবে দুনীতি ও সন্ত্রাস মুক্ত।আমাদেরকে সাড়ে ১৫ বছর কথা বলতে দেয়নি,ঘরের মধ্যে বাবা- ছেলে কথা বললেও শুধু জামায়াতে ইসলামী করার কারনে তাদেরকে জেলে দেয়া হয়েছে। তিনি আরও বলেন,আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার স্বাদ সকলেই গ্রহন করবো ইনশাল্লাহ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক (যশোর -কুষ্টিয়া) মোবারক হোসাইন।