২১ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসলাম, বরিশাল !! নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফিমেল ইন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে গতকাল বুধবার রাত ৮ টায় বরিশাল নবগ্রাম রোড ফেডস এর স্থায়ী কার্যালয়ে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।
ফেডস এর সদস্য মুবাশ্বিরা তাসদীক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক হেড অফিস ঢাকা মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক মাহমুদুর রহমান মাসুম, জাসাস বরিশাল জেলা দক্ষিন এর সভাপতি সাব্বির নাওয়ার সাগর, মিড টাউন হাসপাতালের পরিচালক অর্থ এইচ এম মামুন, লিওন সংগীত একাডেমীর পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অনুষ্ঠানের সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মাহবুবুল ইসলাম জুয়েল, পুরান পাড়া প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফেরদৌসি আরা, মিড টাউন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, জাতীয় দৈনিক সবুজ বিপ্লব পত্রিকা এর বুরো প্রধান মোঃ রবিউল ইসলাম শান্ত।
অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন আবু নওশীন মোহাম্মদ ফারুকী, নুরুল আমিন চৌধুরী, তারিকুল ইসলাম উৎপল, সঞ্জয় কুমার ওজা, চন্দ্রিমা ব্যানার্জি, জয় প্রিয়ন্তী আঁকা, গুনগুন রয় সহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ফেডসএর পরিচালনা পর্ষদ সহ সদস্যরা উপস্থিত ছিলেন। ফ্রেডস এর প্রতিষ্ঠাতা ও সভানেত্রী মোসা: জান্নাতুল ফেরদাউস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।