২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার আকুন্দবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ঢাক্কায় এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দর্শনা – জীবননগর সড়কের আকন্দবাড়ীয়া তামালতলায় আঞ্চলিক সড়ক দিয়ে জীবননগর অভিমুখে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এসময় বাসটি
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে ভ্যান চালক রবিউল(৬০)’র
পাখিভ্যানকে ধাক্কা দেয়। ফলে পাখিভ্যান চালক রবিউল ইসলাম ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ বিষয় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।