২১ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ সাইফুল ইসলাম বাবুঃ বরিশাল মেহেন্দি গঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কলাতলায় নিজ ফসলি জমিতে ধান কাটায় দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে ৭নং ভাষানচর ইউনিয়নের ২ নং কলাতলা গ্রামে গতকাল বুধবার (০১ জানুয়ারি) ২০২৫ইং তারিখে সকাল ৮টার দিকে নিজ ফসলি জমিতে।
এ ঘটনায় ৪ জন আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আহতরা হলেন একই পরিবারের মৃত : মোকলেস হাওলাদারের (৪)চার ছেলে ১/ রফিক(৪২) ২/ রুবেল(৩৮) ৩/ আ: রহীম(২৮) ৪/ ইমরান হোসেন (২৪) দুজনের গুরুত্বপূর্ণ অঙ্গ মাথায় দাড়ালো অস্ত্রর আগাতে আশংঙ্কা জনক বলে মনে হয়, আর দুজনের হাত পা ভাঙা ব্যন্ডিস অবস্থায়।
হামলাকারীরা হলেন,, ১. রিপন হাওলাদার(৪০) ২. লিটন (৪০) পিতা: মৃত : সেকান্দর হাওলাদার ৩. রিদয় (১৮) পিতা: লিটন হাওলাদার ৪. মামুন হাওলাদার(২৮) পিতা: মৃত: রফিক হাওলাদার ৫. মাহবুব (১৮) পিতা: রফিক হাওলাদার ৬/ সাবেক ইউপি সদস্য লাইজু পিতা: মৃত : সেকান্দর হাওলাদার ৭. সজীব (২০) মাতা: লাইজু ৮. সিয়াম (২৪) ৯. লিমন (২২) পিতা: লিটন হাওলাদার।
ভুক্তভোগীরা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি, এ সম্পত্তি নিয়ে প্রতিপক্ষরা বিগত সময় আ,লীগ সরকার ক্ষমতা থাকায় গত ১৫ বছর ধরে আমরা হামলা মামলার শিকার হয়েছি আর এখনো হচ্ছি। একাদিক বার স্থানীয় শালিশ গনরাও কোন সমাধান দিতে পরেনি। এ থেকে মনে হয় প্রতিরোদ পাবো না। এ দেশে আইন কানুন নিয়ম নিতি থাকলে ও কোন বিচার পাচ্ছি না।
স্থানীয় সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমি জমা নিয়ে মামলা মোকারদোমা চলছিলো। মামলায় বিজ্ঞ আদালতের আহতদের পক্ষে রায় দিলেও প্রতিপক্ষরা মানেতে রাজি না। তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরজবস্তি করে জমি ভোগ দখল করতে চায়।
আহত রফিক বলেন আমরা রায় পেয়েও বাবার পৈতৃক জমিজমার জামেলা মিটাতে পারিনি। প্রতিপক্ষরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় তারা দখল করে রাখেন। জমি বিরোধে বিভিন্ন সময় কাজীহাট থানায় অভিযোগ ও মামলা করতে গেলে আওয়ামী লীগের অদৃশ্য ক্ষমতা প্রভাবেই কোন প্রকার অভিযোগ ও এজাহার দায়ের করাতে পারতাম না।
এ ঘটনায় হামলাকারীদের নাটকীয়তায় বরিশাল শেবাচিম ভর্তি ও ব্যান্ডিস অবস্থা শুয়ে থাকতে দেখা যায় হামলাকারীরদের । তাদের সাথে সাংবাদিক সাক্ষাতে তাদের ঘটনার বিষয় জানতে চাইলে। তারা কোন প্রকার ক্যামেরার সামনে আসতে ও কথা বলতে মুখ চুকিয়ে রাখেন। এবং কোন প্রকার কথা বলতে চান না।
সর্বপেরি এ ঘটনায় আহতরা হামলাকারীদের বিরুদ্ধে উক্ত ঘটনা কে কেন্দ্র করে মামলার প্রস্তুতি নিচ্ছে ।
কাজীরহাট থানার দায়িত্ব প্রাপ্ত অফিস ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, ঘটনা সত্য কিন্তু থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আপরাধীদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন করবো।