২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়, চুয়াডাঙ্গার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা কর্মশালার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।এছাড়া চুয়াডাঙ্গা
উপজেলা শিক্ষা অফিসার,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি; জেলা মনিটরিং কমিটির সদস্য; চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি; মন্দিরের সাধারণ সম্পাদক; জীবন নগর উপজেলা মনিটরিং কমিটির সদস্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতিসহ সংগঠনের নেতৃবৃন্দ।