২১ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’
এ শ্লোগানকে সামনে রেখে ওয়াকাথন আড্ডায় তেঁতুলিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সহ সমাজসেবা অধিদপ্তরের অংশীজনরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন সুবিধাভোগির মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।