২১ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :নলছিটি উপজেলার প্রবীন সার্ভেয়ার বাবুল মল্লিক এর উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ডেবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নতুনহাট সড়কের দুই পাশে এলাকাবাসী দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন প্লাকার্ড ও ছবিযুক্ত পোষ্টার হাতে, বুকে লাগিয়ে দোষীদের বিচার চেয়েছেন।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজের প্রফেসর মোঃ মশিউর রহমান রিপন, ডেবরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ লতিফ হাওলাদার,দক্ষিন ভবানীপুরের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন, ওয়ার্ড বিএনপির সম্পাদক আঃ সত্তার, সাবেক ইউপি সদস্য মোঃ মজিদ মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ ইব্রাহিম খলিল, নাচনমহল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল মামুন, মোল্লাহারট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
এসময় বক্তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইননুসারে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর রাতে প্রবীন সার্ভেয়ার মোঃ বাবুল মল্লিক কে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় একই এলাকার কিছু দুর্বৃত্তরা। এতে তার দুই হাত ও পা ভেঙে যায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় ৯ জন কে আসামী করে নলছিটি থানায় হত্যা চেস্টা মামলা হয়। তবে এ ঘটনার ২০ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়াতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আঃ সালাম জানান ৯ জন আসামীর ৫ জন জামিনে রয়েছেন। বাকি ৪ জন কে গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছেন।