২১ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরের বাকায় আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলার জীবননগর উপজেলাধীন ৩ নং বাঁকা ইউনিয়ন পরিষদ
চত্বরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি এসময় ইউনিয়ন পরিষদে যৌন হয়রানি (ইভটিজিং), মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আরো গতিশীল করার জন্য নির্দেশনা দেন। এরপর তিনি বাঁকা ইউনিয়ন ভূমি অফিস ও মনোহরপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।