২১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে সামনে রবিবার ১৮ ই ডিসেম্বর সকালে জেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার (তাবলীগ জামাতের মাওলানা যুবায়ের অনুসারীদের) উদ্যোগে ঢাকা টঙ্গী ইজতেমা ময়দানে যুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলায় নিহতের ঘটনার বিচার এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ সহ ৪ দফা দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টা ব্যাপী ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের নেতৃত্বদেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার সরকারি অধ্যাপক ও জুবায়ের গ্রুপের সূরা সদস্য মোঃ খাইরুল ইসলাম জুয়েল ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাবলীগের সাদ’পন্থীদের দিল্লির ষড়যস্ত্র বাস্তবায়নকারী আখ্যায়িত করে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানান। তারা আরও বলেন, তাবলীগের সাথীরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হলে সা’দপন্থীদের ওপর হামলা করে বাড়িঘর ধ্বংস করতে পারত। কিন্তু আমরা এসবে বিশ্বাসী নই। তারা অনতিবিলম্বে জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ও ভারতের দালাল সা’দপন্থীদের আইনের আওতায় এনে গ্রেফতার সহ ভারতীয় পণ্য বয়কটের জোর দাবি জানান।
উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে ০৪ জন নিহত এবং অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। এই ঘটনার পর সারাদেশে তাবলীগ জামাতের দুই গ্রুপের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।