২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ওয়ালটন আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রিয় চিত্র নায়ক আমিন খানকে দেখতে তার ভক্ত অনুরাগী মানুষের ঢল নামে। খেলা উপভোগের পাশাপাশি হার্টথ্রব এ নায়ক ছিলেন সবার বাড়তি আকর্ষনের কেন্দ্র বিন্দু। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পৌষের ¯িœগ্ধ বিকেলে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার আউয়ার নিউ স্পোর্টস ক্লাব ১-০ গোলে বানারীপাড়া ব্রাদার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.আশিকুল ইসলাম আজাদের (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.বায়েজিদুর রহমান,বরণ্যে অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক। এছাড়াও অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা,সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, পৌর জামায়াতের আমির মো. কাওছার হোসেন,পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. জালিস মৃধা প্রমুখ। বানারীপাড়ার সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ মনু ও কৃতি ফুটবল খেলোয়াড় কে এম শফিকুল আলম জুয়েল অনুষ্ঠানে সঞ্চালনা করেন। খেলায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাওন একমাত্র গোলটি করেন । খেলা উপভোগ শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারর্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ###